সরাইলে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি পলিথিন বোঝাই ট্রাক জব্দ, আটক-২
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ‘আসুন পরিবেশ দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্য ও ‘প্লাস্টিক পুন: ব্যবহার করি, না পারলে বর্জন করি’ এ শ্লোগানকে সামনে রেখে সরাইলে বিশ্বপরিবেশ দিবস পালন উপলক্ষ্যে র্যালি হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের নেতৃত্বে র্যালিতে অংশ গ্রহন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুর রহমান ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। র্যালিটি সরাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ওদিকে বিশ্ব পরিবেশ দিবস শুরু হওয়ার ২ ঘন্টা আগে মহাসড়ক থেকে ৫ টন ওজনের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করেছে সরাইল থানা পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। পলিথিন পাচারের সাথে জড়িত ২ ব্যক্তিতে আটক করা হয়েছে। ঘটনার ১৭ ঘন্টা পরও এ রিপোর্ট লিখা পর্যন্ত পলিথিনের মামলাটি নথিভূক্ত হয়নি, শুধু পক্রিয়াধীন। নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রত্যক্ষদর্শী জানান অফিসার ইনচার্জের (ওসি) অজান্তেই ৫ লাখ টাকা চুক্তিতে ওই ট্রাকটি ছেড়ে দেওয়ার বিষয়টি রফাদফার চুড়ান্ত পর্যায়ে ছিল। জনৈক পুলিশ ওসিকে ৫ লাখ টাকার কথা না জানিয়ে ১ লাখ টাকার কথা বলতে বলেছিলেন ট্রাকের লোকজনকে। বিষয়টি যেকোন ভাবে জেনে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি বুঝতে না দিয়ে ট্রাকটি জব্দ ও মামলা দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত দেন।