সরাইলে বিজয় দিবস পালিত
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও পুস্পস্তবক অর্পন করা হয়। শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি –আধা-সরকারি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট,গাইডস কাবদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু-কিশোর সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ, শরীর চর্চা, প্রদর্শন ও ক্রীড়ানুষ্টান করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন এড. আবদুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ্র, শিক্ষক, ছাত্র-ছাত্রী, পুলিশ প্রমূখ।