Main Menu

সরাইলে প্রাইভেটকার সহ অপহরনকারীএমরান আটক

+100%-

sarail pic 20-10-15
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইলে ইল্লাল (৩৫) নামের এক যুবককে অপহরনকালে হাতেনাতে প্রাইভেটকারসহ অপহরনকারীএমরান (৩২) কে আটক করেছে জনতা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কদমতুলি এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃত এমরান সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের সুরুজ খার ছেলে। অপহরনকারী দলের অপর চার সদস্য পালিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল সদরের মোঘলটুলা গ্রামের আবদুল জাহেরের ছেলে রাজমিস্ত্রী ইল্লাল মিয়া। কদমতুলি তার বোন জোহরা খাতুনের বাড়িতে কাজ করে।  গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাল রং-এর (ঢাকা মেট্রো-ক-০৩-২১৫৮) প্রাইভেটকার নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পাঁচ সদস্যের এক অপহরনকারী দল জোহরার বাড়িতে হানা দেয়। অপহরনকারীরা ইল্লালকে বাড়িতে না পেয়ে তার বোন জোহরাকে জাবরিয়ে ধরে ফেলে। জোহরার আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসে। এ সময় অপহরনকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। জনতা এমরান নামের অপহরনকারীকে হাতেনাতে আটক করে ফেলে। অপর চার অপহরনকারী পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জনতার হাতে আটক এমরান ও অপহরনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি থানায় নিয়ে যায়। প্রাইভেটকার থেকে পুলিশ একটি গরু জবাইয়ের বড় ছোঁড়া ও অনেক গুলো লাঠি উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, সরাইলের স্বীকৃত শ্রেষ্ঠ দাঙ্গাবাজ নানা অপকর্মের হোতা এমরান গাড়িসহ ধরা পরার পর থানা থেকে ছাড়িয়ে নিতে চিহিৃত একটি তদবিরবাজ দল উঠে পড়ে লেগে যায়। বাহিরে চলতে থাকে দরদাম কষাকষির প্রতিযোগীতা। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ গাড়িসহ এমরানকে আটকের কথা স্বীকার করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উৎঘাটন করা হবে।






Shares