সরাইলে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ: আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী নামক স্থানে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, সন্ধ্যায় ধরন্তী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় আধাঘণ্টা স্থায়ী এ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজসহ চার ডাকাতকে আটক করে। এসময় পুলিশ একটি বন্দুক, দুটি পাইপগান ও ৬ রাউন্ডসহ ৪ ডাকাতকে আটক করে। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মুসলিম মিয়ার ছেলে মোবারক(২৫), মোহন দাসের চেলে টিটু দাস (২১) ,ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার হযরত আলীর ছেলে সোহেল সরকার(২০) ও হারাধন বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২৩) ।