সরাইলে দীর্ঘদিন পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
মোহাম্মদ মাসুদ, সরাইল। প্রায় দীর্ঘ দেড়বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খুলেছে সরাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সরাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কর্মসূচি। এদিন শিক্ষার্থীদের মনে ছিল উৎসবমুখর পরিবেশ। উল্লেখ্যঃ মহামারি করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাস থেকে সারাদেশে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিৎ করে তাপমাপক যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের। এ সময় সকল শিক্ষক শিক্ষার্থীরা মাস্ক পরে হাত ধুয়ে ও হ্যান্ড সেনিটাইজ করে শ্রেণি কক্ষে প্রবেশ করছে। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়া মোঃ শফি উদ্দিন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নোমান মিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্যের সার্বিক খোজঁ-খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।