Main Menu

সরাইলে জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা

+100%-

মোহাম্মদ মাসুদ ,সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোঃ রহমত আলীর সরকারি লিজের জায়গা জোরপূর্বক দখলের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে শামসু মিয়া গংদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভুক্তভোগী মৃত রহমত আলীর স্ত্রী হাজেরা খাতুন স্বাক্ষরিত লিখিত আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা- সরাইল, ইউনিয়ন ভূমি অফিস- তেলিকান্দি, মৌজা- ধামুড়া, জেএল নং- ০৬, খতিয়ান নং-৭৭১, দাগ নং- ১১১৩/১৫৮১, শ্রেনী- নাল, পরিমান- ৩৮ শতক জায়গা সরকার থেকে লিজ এনে বিগত ৩০/৩৫ বৎসর যাবত উক্ত জায়গা ভোগদখলে করে আসছে রহমত আলী। কিন্তু রহমত আলী মারা যাওয়ার পরে অভিযুক্ত শামসু মিয়া (৫৫), আশব আলী (৫৬), কফিল উদ্দিন (৩৫), শহিদ মিয়া (৫০), নাছির (৩০), নজরু মিয়া (৫০), সালাম মিয়া (৩০), মানিক মিয়া (৪০), সহ কিছু দুষ্কৃতিকারী লোক রহমতের লিজের জায়গা অবৈধভাবে জবর দখল এবং মার্কেট করার পায়তারা করছে।

ভুক্তভোগী আরও বলেন, আমাদের জায়গায় জোরপূর্বক ইট রেখেছে এবং তাদেরকে বাধা দিলে তারা আমাদের বসত বাড়ী ভাঙ্গিয়া চালবেড়া খুলিয়া ফেলে।

অভিযুক্ত শামসু মিয়া বলেন, এটা মসজিদের দখলের জায়গা, রহমত হোসেন ৩৮ শতক জায়গা লিজ এনেছে সত্য। কিছু দিন আগে তারা এই জায়গায় ঘর তুলে ফেলে পরে মসজিদের লোকেরা বাঁধা দেয়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আবেদন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।






Shares