সরাইলে ছাত্রসমাজের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:: রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা ছাত্র সমাজের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সম্মেলন চলছিল। সমম্মেলন চলাকালে সভাপতি প্রার্থী মামুন বক্তব্য দেয়ার সময় আরেক সভাপতি প্রার্থী ফারুকের সমর্থকরা মামুন বিবাহিত বলে তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এ নিয়ে মামুনের সর্মথকদের সঙ্গে ফারুকের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।