সরাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৬.১৯%, জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২হাজার ৬৫২ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৯৬.১৯% ও জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪৭৬ জন। পাশের হার ৯৬.৭১% ও জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। পাশের হার ৮২.৮৩% ও জিপিএ ৫ পেয়েছে ১জন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলার দুটি প্রতিষ্ঠানের ৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৯৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫.১২% ও জিপিএ ৫ পেয়েছে ৮জন।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৯১ জন, পাশের হার ৯৫.৭২% ও জিপিএ ৫ পেয়েছে ৭ জন।
সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১২৮ জন, পাশের হার ৯১.৪৩% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
সামসুল আলম উচ্চ বিদ্যালয়ের ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯১ জন, পাশের হার ৯৮.৯১% ও জিপিএ ৫ পেয়েছে ১ জন।
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১২৬জন, পাশের হার ১০০% ও জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৭৫ জন, পাশের হার ৯৮.৫৭% ও জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৬৪ জন, পাশের হার ৯৪.৬২% ও জিপিএ ৫ পেয়েছে ১২ জন।
চুন্টা এসি একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৫৮ জন, পাশের হার ৯৮.৭৫% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩৮ জন, পাশের হার ৯৮.৫৪% ও জিপিএ ৫ পেয়েছে ২৫ জন।
পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯১ জন, পাশের হার ৯২.৮৬% ও জিপিএ ৫ পেয়েছে ৯ জন।
দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৫৭ জন, পাশের হার ৯১.৮১% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮৫ জন, পাশের হার ১০০% ও জিপিএ ৫ পেয়েছে ২ জন।
কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১১৪ জন, পাশের হার ৯৫.৮০% ও জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৭৫ জন, পাশের হার ৯৮.৬৮% ও জিপিএ ৫ পেয়েছে ১ জন।
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮৪ জন, পাশের হার ৯৭ . ৬৭% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
বেড়তলা উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৪৩ জন, পাশের হার ১০০% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
সৈয়দা হুসেনা আফজাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৫৪ জন, পাশের হার ৯৮.১৮% ও জিপিএ ৫ পেয়েছে ১জন।
আলহাজ্ব নুরুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৬৫ জন, পাশের হার ৯৭.০১% তবে জিপিএ ৫ কেউ পায়নি।
জয়ধরকান্দি আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৭জন, পাশের হার ১০০% ও তবে জিপিএ ৫ কেউ পায়নি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এম এ বাশার আইদিয়াল ইন্সটিউটের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৬৮ জন, পাশের হার ৮৫.০০% তবে জিপিএ৫ পেয়েছে ১জন।
পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের(ভোকেশনাল) ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪ জন, পাশের হার ৭৩.৮৮% ও জিপিএ ৫ কেউ পায়নি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৮ জন, পাশের হার ৯৫.০০% ও জিপিএ ৫ পেয়েছে ১ জন।
পানিশ্বর মাদিনিয়া গাউশিয়া দাখিল মাদ্রাসার ৫৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৫৬ জন, পাশের হার ৯৬.৫৫% ও জিপিএ ৫ পেয়েছে ৭ জন।