Main Menu

সরাইলে “উন্নয়ন মেলা ২০১৭” শুরু

+100%-

sarমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা।
মেলা উপলক্ষে সোমবার সকালে শোভাযাত্রা বের হয়। বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক সঙ্গে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, উন্নত দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। ৩২টি স্টল এ মেলায় স্থাপন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওদের স্টল মেলায় স্থান পাচ্ছে। মেলায় প্রতিদিন বিকালে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড মেলার মাধ্যমে তুলে ধরা হবে।






Shares