সরাইলে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সরাইলে মোঃ কাজল চৌধুরী নামের এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের ৩ সাবেক চেয়ারম্যান ও বর্তমান ৬ জন ইউপি সদস্যের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাঁচ শতাধিক নারী পুরুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য মোঃ পায়েল হোসেন মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া, মোঃ মনসুর আহমেদ, আবু মুসা উসমানী মাসুক , জাপা নেতা আলী নেওয়াজ, ইউপি সদস্য আলী শাহরিয়ার শিপন, তাজুল ইসলাম, মোশাররফ হোসেন, দেওয়ান আলী, হিজবুল্লাহ হাজু ও মোঃ সুলায়মান মিয়া।
বক্তারা অভিযোগ করে বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজল বেপরোয়া ভাবে লুটপাটে নেমেছেন। বিধান না থাকলেও যশোর থেকে এনজিও এনে নোয়াগাঁও ইউনিয়নের ট্যাক্সের টাকা উত্তোলন করেছেন। ১৬ লাখ টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিয়েছেন মাত্র ৭৫ হাজার টাকা। এ ছাড়া সচিবের সহায়তায় জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, এলজিএসপি, ওয়ান পার্সেন্ট সহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক লুটপাট করছেন। ইউনিয়নের বেড়ে গেছে সন্ত্রাসী কার্যক্রম। মানুষের সাথে সর্বসময় কাজল রুঢ় আচরণ করছেন। গত ৮ মাস ধরে ইউনিয়নের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে আছে। দূর্নীতিবাজ কাজল চৌধুরীকে দিয়ে পরিষদ চলবে না। চলতে পারে না। অভিযোগের তদন্ত রিপোর্টও প্রকাশ হচ্ছে না। কোন ব্যবস্থাও নিচ্ছেন না। আগামী ৭ দিনের মধ্যে কাজল চেয়ারম্যানের অপসারণের জোর দাবী জানিয়েছেন বক্তারা। নতুবা আরো কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছেন ইউনিয়নবাসী।
সচিব সুমন পারভেজ বলেন, আমার দায়িত্ব শুধু দাপ্তরিক কাজ। অর্থের কোন বিষয়ের সাথে আমার সম্পৃক্ততা নেই। চেয়ারম্যানের সাথে আমাকে অভিযুক্ত করে পরিষদকে নিস্ক্রিয় করার পরিকল্পনা চলছে।
তবে এ বিষয়ে চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী বলেন, সকল অভিযোগ কাল্পনিক ও মিথ্যা। এটা গত ইউপি নির্বাচনে পরাজিতদের নীলনক্সা। আমি দায়িত্ব পাওয়ার পর যে কোন দেনদরবার অতিসহজে টাকা পয়সা ছাড়াই নিস্পত্তি হয়ে যায়। ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কিছু টাউট প্রকৃতির লোকজনের গাত্রদাহ শুরু হয়েছে। তাই এ সকল মহল মিলেই আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন।