Main Menu

সরকারের ভিশন-২১ এর লক্ষ্য ও অর্জন বিষয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

+100%-

IMG_20151011_185241মোহাম্মদ মাসুদ,সরাইল :: বিভিন্ন বিভাগে বর্তমান সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা, ভিশন-২১-এর লক্ষ্য ও অর্জন বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততার লক্ষ্যে সরাইল প্রেসক্লাবের সাথে জেলা তথ্য অফিস মতবিনিময় করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন-সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক এস কে ইউসুফ, অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, দপ্তর সম্পাদক মো. আবদুল করিম, কার্য নির্বাহী সদস্য জুলকার নাঈন ও মোহাম্মদ মাসুদ। তথ্য কর্মকর্তা গত ৭ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যাখ্যা দেন। তিনি বর্তমান সরকারের শাসনামলে শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানী, অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম ও প্রযুক্তিগত প্রভুত উন্নয়নের বিশদ বিবরন দেন। দেশের উল্লেখিত সেক্টর গুলোতে দ্রুত লক্ষ্য অর্জন ও সফলতা সাধন সম্ভব হয়েছে শুধু মাত্র জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনার জন্য। সেই সাথে এ কাজে সহযোগীতা রয়েছে সরকারের বিচক্ষণ মন্ত্রী পরিষদের। সরকারের কষ্টার্জিত সকল সাফল্যকে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তুলে ধরতে হবে। এ কাজে সকলকে উদ্ভুদ্ধ করতে হবে।
জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগীতায় আজ সোমবার সকাল ১১ টা থেকে সরাইল উপজেলা মিলনায়তনে উপরোল্লেখিত বিষয়ে দিন ব্যাপি বিশদ আলোচনা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, গনমাধ্যম কর্মী, জন প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকবেন।






Shares