Main Menu

সকল ধর্ম আলোর পথ দেখায়:: উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এড. জিয়াউল হক মৃধা এমপি।

+100%-

puja221015মোহাম্মদ মাসুদ, সরাইল ::ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এখন তা সার্বজনীন উৎসব। এ উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু মূল বানী সমগ্র মানব জাতির কল্যানের জন্যই নিবেদিত। তিনি বলেন কোন ধর্ম অন্যায়-অসত্য, অসুন্দর কে সমর্থন করে না, সব ধর্মই আলোর পথ দেখায়। মানুষের মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন ঘটায়।

এমপি গতকাল বুধবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরক্ত মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরো বলেন অতিতেও আমি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ছিলাম। বিভিন্ন পূজা আয়োজনে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও আপনাদের প্রতি আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে। পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন,পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, মুক্তিযুদ্ধা মো. সাদেক মিয়া. স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাগন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা মন্ডপের আয়োজক ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।






Shares