ব্যারিস্টার এম জোবায়ের আহমেদকে নিজ গ্রামে সংবর্ধনা প্রদান
মোহাম্মদম্সুদ, সরাইল । লন্ডনের বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করায় ব্যারিস্টার এম জুবায়ের আহমেদকে তাঁর নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ফেব্রুয়ারি)বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের বেরিবাঁধ সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন হাজি শিশু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও গ্রামবাসী ।
তেলিকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে ও সুলভ আহমেদের
সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুৃইয়া, ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের আইনজীবী একেএম শামসুল আলম।
সংবর্ধিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এম জোবায়ের আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন
হাজি শামছুল হক,ফরিদ উদ্দিন চৌধূরী,ইউপি সদস্য খলিলুর রহমান,সাবেক ইউপি সদস্য বাচ্ছু মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।
সংবর্ধিত এম জোবায়ের আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোহরাব মিয়ার ছেলে