Main Menu

সরাইলে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

+100%-

মোহাম্মদ মাসুদ : সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মৃত-মোঃ ইসমাইল মিয়ার ৭ মেয়ের পৈত্রিক সম্পত্তি ৪৫ শতক জায়গা দখলের অভিযোগ আনেন একই এলাকার কামরুল ইসলাম, নজিব হোসেন ও সামসুল ইসলাম এর বিরুদ্ধে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ আমেনা খাতুন বলেন, উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঃ কামরুল ইসলাম, নজিব হোসেন ও সামসুল ইসলাম তারা তিন ভাই জোরপূর্বক ভাবে আমাদের পৈত্রিক ভিটা বাড়ী দখলে নেয় ও আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানী করেন।
তিনি আরো বলেন, আমরা সাত বোন এরমধ্যে ৬ বোন মৃত্যু বরণ করেন। আমাদের ভাই নেই, সেক্ষেত্রে আমরা স্বামীর বাড়িতে বসবাস। ৪৫ শতক জায়গা আমার বাবা মৃত মো: ইসমাইল হোসেন এর নামে সি এস এ মালিক ।

বর্তমানে এই জায়গায় নিয়ে এলাকায় অনেক সালিসও হয়েছে, আমি (আমেনা খাতুন) বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধি মামলা করি বর্তমানে মামলা চলমান আছে। মামলা চলাকালীণ অবস্থায় বিবাদীগন আমাদের জায়গাতে পাকা দেয়াল নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি আপানাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও সরকারের কাছে বিচার চাই আদালতে মামলা চলমান থাকা অবস্থায় পাকাদেয়াল নির্মান করছেন কি করে ।