Main Menu

হাঁস চুরির ঘটনায় সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গত রোববার রাত আটটার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাইদ হোসেন (৫৫) ও সালাম মিয়ার (৫৫) পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামা ভাগিনা।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাতে দৌলতপাড়া গ্রামের সালাম মিয়ার খামারের ৪০ থেকে ৫০ টি হাঁস চুরি হয়। এর জন্য গ্রামের বকুল মিয়াকে (৩০) দায়ী করে সালাম মিয়া। এ ঘটনায় রোববার সকালে সালাম মিয়ার সাথে সাইদ হোসেনের ছোট ভাই সাদেক হোসেনের (৫০) কথা-কাটকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে সাদেক হোসেনকে সালাম মিয়া ও তার ছেলে রুবেল মিয়া মারধর করে। এ ঘটনায় রাত আটটার দিকে সাইদ হোসেন ও তাঁর অপর ছোট ভাই তালেব হোসেনের (৪২) নেতৃত্বে ১৫-২০ জন লোক সালাম মিয়ার পক্ষের ইউনুস মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে গ্রামের মাঝখানের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে আচজনকে জেলা সদর হাসপাতালে এবং পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।






Shares