Main Menu

সরাইল মুক্ত দিবস পালিত

+100%-

IMG_20151208_113045সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :: গতকাল মঙ্গলবার ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হানাদার মুক্ত দিবস পলিত হয়েছে। এই দিনে সরাইলের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। সরাইলের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন।

১৯৭১-এর এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা সরাইল উপজেলাকে হানাদার মুক্ত করেন। ৮ ডিসেম্বর সরাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। বক্তৃতা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হালিম, ওসি আলী আরশাদ, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মনোয়ার উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, আরব আলী, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, মাহফুজ আলী প্রমুখ। আলোচনা সভাটি শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয়। মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।






Shares