Main Menu

সরাইলে পিকআপ কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত ২ । নিহত হলেন সিরাজ মিয়া (৪৫) ও লোকমান হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িযা জেলার বিজয়নগর উপজেলায় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় স্বপন দাস (২০) ও সাধন দাস (১৮) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-সিলেট মাহসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবোঝাই অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সিরাজ মিয়া ও তার সহযোগী লোকমান হোসেন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।