Main Menu

ডেপুটেশনের সাজা!

সরাইলের ৫ চিকিৎসক রংপুর বিভাগে বদলি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বছরের পর বছর ধরে সরাইল ৫০ শয্যা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক নিজেদের সুবিধামত কর্মস্থলে ডেপুটেশনে রয়েছেন। অবশেষে ডেপুটেশনে থাকা সরাইল হাসপাতালের ৫ চিকিৎসককে সাজা স্বরুপ সরাসরি রংপুর বিভাগে বদলি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে এ আদেশ অমান্য করলে ১৬ জুন ওইসব চিকিৎসকদের তাৎক্ষণিক অবমুক্ত করার আদেশও দিয়েছেন কর্তৃপক্ষ। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানকার অনেক চিকিৎসক যোগদানের পর থেকেই ডেপুটেশনে চলে গেছেন পছন্দের জায়গায়। অনেকে চলে গেছেন যোগদানের ২-৩ মাস পর। নিজেরা ইচ্ছেমত সুখ শান্তি ভোগ করছেন। আর সরাইলের রোগীরা অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন বছরের পর বছর। ওইসব চিকিৎসকরা বেতন উত্তোলন করছেন সরাইল থেকে। বদলি না হয়ে ডেপুটেশনে থাকার কারনে পদ গুলোও শুন্য হচ্ছে না। ডেপুটেশনের কারনে সরাইলের কয়েক লাখ লোক দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্ছিত হচ্ছে। হাসপাতাল পরিচালনায় হিমশিম খাচ্ছেন প্রধান কর্মকর্তা। ব্যবস্থাপনা পরিষদের একাধিক সভায় শুধু ডেপুটেশনের কারনে সৃষ্ট সমস্যা নিয়েই আলোচনা হয়ে আসছিল ঘন্টার পর ঘন্টা। দৈনিক মানবজমিন পত্রিকায় সরাইল হাসপাতালের ডেপুটেশন বিষয়ে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে।

হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মহান জাতীয় সংসদে ‘ডেপুটেশন’ নামক ব্যাধি থেকে সরাইলের মানুষের মুক্তি চেয়ে স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন একাধিকবার। মন গলেছে স্বাস্থ্য মন্ত্রী ও সরকারের। অবশেষে ডেপুটেশনে থাকা ওইসব চিকিৎসকদের শুধু ডেপুটেশন বাতিলই নয়। সাজা স্বরুপ তাদেরকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্রগ্রাম বিভাগ থেকে রংপুর বিভাগে ন্যাস্ত করা হয়েছে। গত ৮ জুন রোববার স্বারক নং-৪৫.১৪৪.০১৯.০০.০০.০১৩.২০১৬-২৮৮ দ্বারা উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ আদেশ জানিয়ে দেওয়া হয়েছে। রংপুর বিভাগে ন্যাস্তকৃত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা হলেন-জুনিয়র কন্সালটেন্ট (সার্জারী) ডা. জুনাইদুর রহমান (১১৩৫১৬), জুনিয়র কন্সালটেন্ট (শিশু) ডা. মো. জসিম উদ্দিন (১০৯৯৯৯), জুনিয়র কন্সালটেন্ট (কার্ডিওলজী) ডা. মো. দেলোয়ার হোসেন (১১৪৩২), জুনিয়র কন্সালটেন্ট কার্ডিওলজী (চক্ষু) ডা. মো. জাহিদুল ইসলাম (১০৩২৩) ও মেডিকেল অফিসার ডা. সৈয়দা আমেনা খায়ের লোপা (১২৮১৫৩)। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আইনুল ইসলাম ডেপুটেশনে থাকা ৫ চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশের রংপুর বিভাগে ন্যাস্ত করার আদেশের কপি হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, ১৫ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর আদেশ অমান্য করলে ১৬ জুনই ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।