Main Menu

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে

৩১ আগস্ট জেলা যুবলীগের আলোচনা সভা সফল করতে জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা যুবলীগের আগামী ৩১ আগস্ট ২০১৯, আলোচনা সভাকে সফল করতে গতকাল ২৩ আগস্ট, শুক্রবার বিকাল ৫টায় শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস এর পরিচালনায় জেলা যুবলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহছান উল্লাহ্ মাসুদ, মাহমুদুর রহমান জগলু, সালাহউদ্দিন সরকার, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, শ্রম ও জনশক্তি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. আল মনির রমজান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, জামাল মিয়া, জেলা যুবলীগ নেতা কাউছার, শাহ আলম কিরণ, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনা, শাহীন হাজারী, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরান আলী মামুন, আকবর হোসেন লিটন, আল আমিন সোহাগ, মুন্সি সোহেল রানা, বিল্লাল হোসেন, বাসুদেব ইউনিয়নের শাহীন, সুলতানপুর ইউনিয়নের রফিকুল ইসলাম, রামরাইল ইউনিয়নের মাহফুজ মিয়া, নাটাই ইউনিয়নের শাকিল আহমেদ, তালশহর পূর্ব ইউনিয়নের আব্দুল্লাহ্, সুহিলপুর ইউনিয়নের মাহিন খন্দকার, বুধল ইউনিয়নের সালাউদ্দিন, মজলিশপুর ইউনিয়নের বাবুল মেম্বার, সাদেকপুর ইউনিয়নের ছাওয়াল মিয়া, ওয়ার্ড যুবলীগের বাবুল মিয়া, মোঃ শাহেদ আহমেদ, ইমরান হোসেন, মুন্সি মিয়া, সেলিম মিয়া, মনির হোসেন, আবেদ হোসেন, খলিলুর রহমান, জহিরুল ইসলাম, টাসেল মিয়া প্রমুখ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ৩১ আগস্ট জেলা যুবলীগের সমাবেশকে সফল করার জন্য যার যার ইউনিটের প্রত্যেক নেতাকর্মীদেরকে সর্বাত্মক প্রচেষ্টার আহবান জানান।






Shares