Main Menu

১৬ উপদেষ্টার দুজনই ব্রাহ্মণবাড়িয়ার

+100%-

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার বাড়িই ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

জানা গেছে, ১৬ জন উপদেষ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ এবং সমাজ কল্যাণমূলক অধিকার ভিত্তিক সংগঠন— ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়াতে। তারা দুজনই জেলার নবীনগর উপজেলার বাসিন্দা।

নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদের বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দড়িশ্রীরামপুর গ্রামে। অন্তর্বর্তী সরকারের আরেকজন উপদেষ্টা শারমিন মুরশিদের বাড়ি একই উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে। তার বাবা প্রয়াত খান সারওয়ার মুরশিদ ছিলেন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।

এর আগে, ২০০৬ সালে অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে গঠিত সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান এবং ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। ড. আকবর আলী খানের বাড়ি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এবং গোলাম কাদেরের বাড়ি কসবা উপজেলার পদুয়া গ্রামে।

উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, সালেহউদ্দিন আহমেদ ১৯৬৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৫ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশের পর ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডার হিসেবে যোগ দেন। এরপর ১৯৭৮ সালে কানাডার হ্যামিলটন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।






Shares