Main Menu

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

+100%-

সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রবীন সাংবাদিক জয়দুল হোসেন প্রমূখ। বক্তারা, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।






Shares