Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক

শোকের মাস আগস্ট অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণায় প্রতি বছর আমাদের সামনে হাজির হয়

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, শোকের মাস আগস্ট অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণায় প্রতি বছর আমাদের সামনে হাজির হয়। এবারও আগস্ট মাস অসহনীয় বেদনায় নতুনভাবে আবারও আমাদের সচকিত করছে। এক নির্মম পাশবিক হত্যাযজ্ঞের শিকার হয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে খুন হন। দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে সৌভাগ্যক্রমে বেঁচে যান।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিকতায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং ইতিহাস জানলে বঙ্গবন্ধুর সম্পর্কে শিশুরা বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ এইচ মাহবুবুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা, পশ্চিম মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেওয়ান হাফিজ, পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া দস্তগীর ও তেলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান।
আলোচনা সভাশেষে গল্প/ প্রবন্ধ ও বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।






Shares