শীতার্ত মানুষেরও কষ্ট লাগবে পুলিশের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসতে হবে:: সুপার মোঃ মিজানুর রহমান
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, আমাদের এই সামান্যতম উদ্যোগ যদি একজন শীতার্ত মানুষেরও কষ্ট লাগবে কাজে আসে, তাহলেই আমরা স্বার্থক হব। পুলিশের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসতে হবে। ২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা প্রাঙ্গনে জেলা পুলিশের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এএসপি (হেডকোয়ার্টার) শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জায়দুল হক, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি আল-আমীন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ।প্রেস রিলিজ