শহর পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভাকে সহযোগিতা করতে পৌরবাসীর প্রতি আহবান
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিনের সাথে জেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের এক মতবিনিময় সভা আজ সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক আশরাফ খান আশা, জেলা রিকসা ও ভ্যান শ্রমিক লীগের সভাপতি আলী অজ্জম, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন। সভায় পৌর মেয়র কুরবানীর ঈদ ও ঈদ পরবর্তী সময়ে শহরের যানজট নিরসনে যত্রযত্র পাকিং না করা, ট্রাফিক আইন মেলা চলাসহ শহর পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভাকে সহযোগিতা করার জন্য রিকসা শ্রমিক সহ পৌরবাসী সকলের প্রতি আহবান জানান। এসময় শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি মেয়রের কাছে উত্থাপন করেন। মেয়র রিকসা-ভ্যান শ্রমিক সহ জেলার সকল শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি পূরনের আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দুলাল মিয়া, হোসেন মিয়া, গোলাপ মিয়া, ফিরোজ পাটোয়ারী, আশরাফ খান, মজনু মিয়া, কামাল মিয়া, কালন মিয়া, জলিল মিয়া, সহিদ মিয়া, হাকিম মিয়া প্রমুখ।