ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের কুফল সম্পর্কে জেনে স্বেচ্ছায় ১৩ মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী আবু সাইদ (৫৩) পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে তিনি পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন। সাইদ আখাউড়া উপজেলার পাথারিয়া টেকের মৃত সওদাগর ফকিরের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সাইদ মাদকের কুফল সম্পর্কে জেনে এবং জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে সে আত্মসমর্পণের চিন্তা করেন। পরে সে বুধবার সকালে আখাউড়া থানায় এসে জেলা প্রলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।সাইদকে ১৩ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
« নবীনগরে নৌকা ডুবির ঘটনায় ১৮ পরীক্ষার্থী বিশেষ ব্যবস্থায় বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারবেন (পূর্বের সংবাদ)