Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস পালিত

+100%-

bijoy161215bijoy161215প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪ তম বিজয় দিবস পালিত হচ্ছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম দিবসের প্রথম প্রহরে শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬৫জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।






Shares