ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক, পুলিশে সোপর্দ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চুরি করতে গিয়ে হাতেনাতে পারভেজ(৩৫) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পাঠানবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে ইউনিয়নের ঘাটিয়ারা পাঠানবাড়ির পিয়ারা বেগম নামের এক বৃদ্ধ মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল চুরি করতে গেলে বাড়ির লোকেরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে।
স্থানীয় উৎসুক জনতা জড়ো হলে সদর মডেল থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর মডেল থানার এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। তার কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল উদ্ধার করা হয়।
স্থানীয় ঘাটিয়ারা ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জুয়েল পাঠান বলেন, চোরকে আটকিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় সোপর্দ করেন। তবে চোরকে ধরতে গিয়ে বৃদ্ধ মহিলা আহত হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম চোর আটকের বিষয়টি নিশ্চিত হয়ে বলেন আটককৃত পারভেজ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাজনগর গ্রামের শহিদুলের ছেলে। তাকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। আগামীকাল পারভেজকে কারাগারে প্রেরণ করা হবে।