Main Menu

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৮ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮১জন করোনা ভাইরাসে আক্রান্ত (৩০ জুন)

+100%-

মোঃ আজহার উদ্দিন :: ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সহ নতুন ৮১জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯৬৮ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। মঙ্গলবার (৩০ই জুন) সন্ধ্যায় আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৮টি নমুনার রিপোর্টে ও ঢাকা পিসিআর ল্যাব থেকে ২৮৫টি নমুনার রিপোর্টে জেলায় নতুন ৮১জন করোনায় আক্রান্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৭ জন, আখাউড়া উপজেলায় ০৩জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০২জন, নবীনগর উপজেলায় ১৭জন, আশুগঞ্জ উপজেলায় ০৫জন, সরাইল উপজেলায় ০৬জন ও কসবা উপজেলায় ১৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ ৩০ই জুন পর্যন্ত জেলায় ৯৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩১৯ জন, আখাউড়া উপজেলায় ৫৬ জন, বিজয়নগর উপজেলায় ২৫ জন, নাসিরনগর উপজেলায় ৪১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮৩ জন, নবীনগর উপজেলায় ১৫৪ জন, সরাইল উপজেলায় ৭৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৭ জন ও কসবা উপজেলায় ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৩০ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ২০০ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১১জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬৭৬ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৯৩৭০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৮৬০৩ জনের রিপোর্টে ৯৬৮ জন আক্রান্ত হয়েছে৷






Shares