Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অটিজম ও এনডিডি বিষয় সচেতনতামূলক এডভোকেসী সভা অনুষ্ঠিত

+100%-

Civil Serjon“অটিজম আক্রান্ত শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আসুন কাজ করি একসাথে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অটিজম ও এনডিডি বিষয় সচেতনতামূলক জেলা পর্যায়ে এক এডভোকেসী সভা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন সম্মেলন সভাকক্ষে  বুধবার বেলা পৌনে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি “প্লে ডক্টর” নামক একটি অটিজম বিষয়ে কন্সালটেন্ট ফার্ম এর সহযোগিতায় সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন ১১টি অটিষ্টিক শিশুসহ তাদের অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম বকুল, ‘প্লে ডক্টর’র এর কর্মকর্তা ও স্পেশাল এডুকেটর ফারজানা মৌসুমী। সভার মূল আলোচনার বিষয় ছিল কিভাবে অটিজম ও এনডিডি আক্রান্তদের সঠিক চিকিৎসা ও সুস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।প্রেস রিলিজ






Shares