Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে সরকারী খরচে ১০ প্রবীন নারী থাকার সুযোগ পাবেন

+100%-

সমাজসেবা অধিদফতরাধীন ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে(বালিকা)১০ জন প্রবীন নারী থাকার সুযোগ পাবেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধে দেবে সরকার। প্রবীন নিবাসী ভর্তি বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবার থেকে।

এই প্রতিষ্ঠানের উপ-তত্বাবধায়ক মোছাম্মৎ রওশনারা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়,নূন্যতম ৬০ বছর বয়সী প্রবীন মহিলারা ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি দিতে হবে। আবেদন ফরম সমাজসেবা অধিদফতরের ওয়েব সাইটে www.dss.gov.bd))ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে পাওয়া যাবে। সরাসরি বা ডাকযোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে আবেদনপত্র জমা দেয়া যাবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় অনুমোদনক্রমে প্রবীন নিবাসী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিশু পরিবারের কর্মকর্তারা।






Shares