বেতন- ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মকর্তা- কর্মচারীদের অর্ধ দিবস কর্মবিরতি পালন
পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন- ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে গতকাল সোমবার অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্ম বিরতি কর্মসূচী পালন শেষে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্বিক এসোসিয়েশনের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার কর আদায়কারী মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, আতাউর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস মিয়া অপু, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, কর আদায়কারী আব্দুল আউয়াল, সংরক্ষণ সুপার ভাইজার গোলাম মোস্তফা, নূর নবী জাহাঙ্গীর প্রমুখ। সভায় বক্তাগণ তাদের বেতন- ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।