Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ট্রাক্টর চাপায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টরের চাপায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু‌ হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লার ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টর চালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন।

নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো ময়লার ট্রাক্টরের করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আল-আমিন। সেখানে তিনি ময়লা সাফাইয়ের কাজ করছিলেন। কর্মরত অবস্থায় চালক ট্রাক্টরটি পেছনে নেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়েন পরিছন্নতা কর্মী আল-আমিন। পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর বলেন, ময়লার ট্রাক্টরে করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আলামিন। এক পর্যায়ে ট্রাক্টর থেকে ময়লা নামাচ্ছিলেন তিনি। এ সময় চালক ট্রাক্টরটি পেছনে নিতে গেলে নিচে চাপা পড়েন আলামিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






Shares