ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া ফিল্মি স্টাইলে মোটরসাইকেল দিয়ে ব্যবসায়ীর প্রাইভেটকারের গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের মুন্সেফ পাড়া পুরাতন জেলখানা সংলগ্ন চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ব্যবসায়ীকে মারধর ও অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখর্পূবক ৮-১০কে অজ্ঞাত নামা আসামী করে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, বিরাসার এলাকার সবদ আলী ছেলে তানিম মিয়া, সরাফত আলীর ছেলে সাদ্দাম মিয়া, আজগর আলীর ছেলে বশির মিয়া, সরাফত আলীর ছেলে মনির মিয়া, এডঃ হানিফ মিয়ার ছেলে পলব মিয়া, মনসুর আলীর ছেলে জুলকন মিয়া, সুলমান মিয়ার ছেলে ইসাক মিয়া, আবু মিয়ার ছেলে মিঞা, মতালীমের ছেলে আইব। এ ছাড়াও ৮-১০কে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়,ফুলবাড়িয়া এলাকার মৃত নোয়াব মিয়া চৌধুরী ওরফে ( খালেক মিয়ার) ছেলে মারুফুর রহমান চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ঠিকাদার। তিনি ফুলবাড়িয়ার অফিস থেকে হিসাব নিকাশ শেষ করে শহরের দিকে রওনা দিলে ছয় সাতটি মোটরসাইকেল তার পিছু নেয়। তিনি পুরাতন জেলখানা সংলগ্ন চার রাস্তার মোড়ে পৌঁছুলে ঢাকা মেট্রো- ল ১৬-৭৮৭২ মোটরসাইকেলটি তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এসময় ১নং আসামি তানিম মিয়া মোটরসাইকেল থেকে নেমে পিস্তল দিয়ে গাড়ির গ্লাসে স্বজোরে আঘাত করে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে। তখন প্রাণভয়ে ব্যবসায়ী গাড়ি থেকে নামা মাত্রই ১-৯ আসামিরা অস্ত্রের মুখে তাকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এসময় ১ নং আসামী গাড়ির ভেতরে ব্যাগে রাখা ৫,০০,০০০(পাঁচ লক্ষ) টাকা ও ব্যবসায়ের হিসাবপত্র অস্ত্রের মাধ্যমে জিম্মী করে ছিনিয়ে নিয়ে যায় । এ সময় ব্যবসায়ী চিৎকার করলে আসামিরা ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এসময় আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়দের ধাওয়া খেয়ে ঢাকা মেট্রো ল-১৬-৭৮৭২ মোটরসাইকেলটি ফেলেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, একজন পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখার দ্বায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।