ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা



ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৩০ জন টেলিভিশন সাংবাদিক ও পাঁচজন চিত্র সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন। ৭ মার্চ শেষ হবে এ কর্মশালা।