ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ভোট যুদ্ধে নামতে পারে জেলায় সর্বোচ্চ ১২ জন
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- (সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলায় সর্বোচ্চ ১২ জন প্রার্থী। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ৯ জন ও স্বতন্ত্র প্রার্থী ৩ জন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জাকের পার্টির মোঃ সেলিম কবির, ইসলামী ফ্রন্টের সৈয়দ মোঃ নুরে আজম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো: আবদুর রহমান খান (ওমর), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় পার্টির মোঃ রেজাউল ইসলাম ভূঞা, ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ , বাংলাদেশ সুপ্রীম পার্টির সোহেল মোল্লা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) জামাল রানা ।
এদিকে, স্বতন্ত্র পদে লড়বেন তিন প্রার্থী। তারা হলেন, লায়ন ফিরোজুর রহমান (ওলিও), মো: জহিরুল হক চৌধুরী ও মো: কাজী জাহঙ্গীর।
উল্লেখিত প্রার্থীদের কেউ যদি মনোনয়ন প্রত্যাহার না করেন তাহলে আগামী ৭ জানুয়ারী এই ১২ জনের মধ্যে প্রতিদন্ধিতা হবে।