Main Menu

প্রকৃচি বি.সি.এস এবং ননক্যাডার সমন্বয় কমিটির মানববন্ধন

+100%-

মানববন্ধন-400x200প্রকৃচি বিসিএসসহ ২৬ ক্যাডার এবং ননক্যাডার সমন্বয় কমিটি কর্তৃক অষ্টম জাতীয় পে- স্কেল ঘোষনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রিয় কমিটির নির্দেশনায় পূর্বঘোষিত “কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্নবহাল, উপজেলায় ইউ.এন.ও এর কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে গতকাল বুধবার বেলা ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মান ব বন্ধন কর্মসূচীতে জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের বেতন, ভাতাসহ সকল আর্থিক বিষয়ে ইউ.এন.ও এর অন্যায্য স্বাক্ষর ও নিয়ন্ত্রনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেন। এতে উন্নয়ন বাধা গ্রস্ত হবে বলে বক্তারা অভিলম্বে এ আদেশ বাতিল করার জন্য জোরালো আবেদন করেন।
বক্তারা অষ্ট জাতয় বে তন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বা দ দেওয়ার ব্যাপারে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানায়। এবং বলা হয় বেতন স্কেলে দিগুণের বেশী বেতন বাড়লেও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না থাকাতে এককভাবে লাভবান হবেন প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তারা। কারণ অনেক বিভাগে পদোন্নতি নাই, আবার অনেক বিক্ষাগে ১০,২০ বছরেও পদোন্নতি হচ্ছে না কিন্তু প্রশাসনিক ক্যাডারে পদ না থাকলে পদোন্নতি হয়ে যায়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল কাদির নোমান মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, ব্রাহ্মণবাড়িয়া ডাঃ খোন চন্দ্র দেবনাথ মেডিকেল অফিসার জেলা সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া, ডাঃ খোকন চন্দ্র দেবনাথ মেডিকেল অফিসার জেলা সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া, আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক কর্মচারী ক্যালণ সমিতি , ব্রাহ্মণবাড়িয়া জেলা, দেলোয়ার হোসেন স্বাস্থ্য পরিদর্শক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়, সদর, ব্রাহ্মনবাড়িয়া। উক্ত মানববন্ধন কর্মসূচীর সঞ্চালনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ মোঃ আশরাফুল হক মেডিকেল অফিসার ও সাংগঠনিক সম্পাদক প্রকৃচি বিসিএসসহ ২৬ ক্যাডার ননক্যাডার সমন্বয় কমিটি, সদর উপজেলা। বক্তরা উক্ত মানববন্ধন কর্মসূচীতে নেতৃবৃন্দ অষ্ট জাতীয় পে -স্কেল ২০১৫ এ বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল করার জোর দাবী জানা। শেষে ডাঃ মোঃ আবু সাঈদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী কর্মসূচীতে অংশগ্রহণ করার আহবান জানিয়ে মানববন্ধন কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করেন।প্রেস রিলিজ






Shares