পৌরবাসীর দোয়া ও সহযোগিতায় আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই-মেয়র মোঃ হেলাল উদ্দিন।
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরবাসীর দোয়া ও সহযোগিতায় আমি দুইবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছি। পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আমি পৌরবাসীর সেবা করার মহান সুযোগ পেয়েছি। দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিশ্বের বিভিন্ন আধুনিক দেশ সফর করার অভিজ্ঞতা দিয়ে আমি এই পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন পৌরসভার প্রত্যেক এলকাতেই বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে এবং আরো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। আপনার আমার সকলের প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তার হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে।
মেয়র গতকাল বিকালে কাউতলী এলকাবাসীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামন কেের বলেন আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। কাউতলীর বিশিষ্ট সর্দার হাজী মোঃ সাঈদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহিদ, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম রেজা হাবিব, মোঃ আব্দুর রহিম সর্দার, মোঃ মোখলেছুর রহমান, মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ হিরণ মিয়া, শেখ মোঃ ফয়জুল্লাহ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ফরিদ মিয়া কারি, হাজী রহমত আলী, হানিফ চৌধুরী, মিয়া জান চৌধুরী, মোঃ আব্দুল বাছির, মিন্টু মিয়া, হামিদুর রহমান, মোশাররফ হোসেন, মোঃ খোকন আহমেদ, হাবিব খা, শাহ জাহান খান, মোঃ শাফায়েত হোসেন, মোঃ লিটন মিয়া, খাইরুল ইসলাম খায়েশ প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ সোহরাব হোসেন।