নায়ার কবীর পৌরসভার মেয়র নির্বাচিত।। ৪৮ শতাংশ ভোট পড়েছে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৫৫৪ পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সমর্থিত (নৌকা প্রতীক) মিসেস নায়ার কবির।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভোট গণানা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
৫ম ধাপ পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দ্বিতীয় বারের মতো আবারও মেয়র নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী (মোবাইল )মাহমুদুল হক ভূইয়া ১৮ হাজার৩৬১ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত জহিরুল হক খোকন ৮হাজার ১৩২ ভোট, ওয়ার্কাস পার্টি নজরুল ইসলাম ৩৮৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম ১৪৪৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল মালেক ৯৭২ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ৪৮ ভাগ ভোট কাস্ট হয়েছে।
পৌরসভার মোট ভোটার ছিল ১লাখ ২০ হাজার ৫০৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৫৯হাজার ৫৬২জন, মহিলা ভোটার ছিল ৬০হাজার ৯৪২জন। ৪৮টি ভোট কেন্দ্রের ৩৩৯ ভোট কক্ষে ৫৫হাজার ৪৭ ভোট কাস্ট হয়েছে।