নাগরিক দায়িত্ব পালনে পৌরবাসী সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌরপরিষদ কাজ করে যাচ্ছে। এ জন্য পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংস্কার কা, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত আছে। তিনি বলেন, রাস্তা-ড্রেন, ডাষ্টবিন, স্ট্রিটলাইট ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা যেমন নাগরিক অধিকার তেমনি ভাবে এগুলির সঠিক রক্ষণা-বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে পৌরবাসী সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মেয়র গতকাল বিকালে ভাদুঘর উত্তরপাড়া রেললাইনের পাশের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, মোঃ আনোয়ারুল ইসলাম ভূইয়া, সোহরাব হোসেন সুজন, মোঃ বাবুল মিয়া, মোঃ শেখ আল মামুন, মোঃ নাছিম মিয়া, মোঃ আবুল কালাম, যুব মহিলালীগ নেত্রী রুনাক সুলতানা পারভিন, আলম তারা দুলি প্রমুখ।