Main Menu

মেজর জহিরুল হক খাঁন এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মোকতাদির চৌধুরী এমপি

দল ও দেশের কল্যাণে মেজর জহিরুল হকের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা আমৃত্যু জাতি শ্রদ্ধার সাথে স্মরন রাখবে

+100%-

বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দল ও দেশের কল্যাণে মেজর জহিরুল হক খাঁন এর যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা আমৃত্যু জাতি শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য যাকে সরকার বীর প্রতীক খেতাবে ভূষিত করেছেন।

আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের প্রয়াত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, মেজর (অবঃ) জহিরুল হক খাঁন বীর প্রতীক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর শহরের হালদারপাড়াস্থ আওয়ামীলীগ কার্যালয়ে জেলা অাওয়ামীলীগ অায়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনার, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।