Main Menu

ট্রেনের ধাক্কায় চিকিৎসকের বাবা নিহত

+100%-

ট্রেনের ধাক্কায় চিকিৎসকের বাবা শীতল দেবনাথ (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরতলীর দাড়িয়াপুর রেল ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শীতল দেবনাথ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথের বাবা।

জানা গেছে, শীতল দেবনাথ বার্ধক্যজণিত কারণে আলঝেইমারস নামক রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোন কিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃতস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেড়িয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে তার ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবরটি জানতে পারে পরিবারের লোকজন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দাড়িয়াপুর রেল ব্রিজের পাশ থেকে শীতল দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা জানা যায় নি। পরে পরিবারের লোকজন ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যায়।






Shares