ঝড়ে উড়ে গেল সেন্দ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকতাদির চৌঃ উচ্চ বিদ্যালয়ের চালা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে অবস্থিত সেন্দ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ের টিনের চালা ঝড়ে উড়ে গেছে। বিদ্যালয়ের দুটি টিনশেড ঘরের চালা উড়ে ২০০ মিটার দূরে গিয়ে পড়ে। বুধবার সকালে বয়ে যাওয়া ধরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদ জানান ২০১৬ সালে গ্রামবাসীর উদ্যোগে এ বিদ্যালয় স্থাপিত হয়। গ্রামবাসীর আর্থিক সহায়তার পাশাপাশি সেসময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আর্থিক সহযোগিতা দেন।
বর্তমানে বিদ্যালয় ৩২০ জন ছাত্র-ছাত্রী ও, ১২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বুধবার সকালের ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন আমাদের সবকিছু শেষ হয়ে গেছে।
« নবীনগরের এমপি বুলবুল করোনায় আক্রান্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মাস্ক পরুন অবশ্যই, বলছেন নোবেলজয়ী »