জাতীয় গ্রীডে বিপর্যয়, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সহ কয়টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে ফেঞ্চুগঞ্জ শ্রীমঙ্গল গ্রীড লাইন ওভারলোড হয়ে পড়লে এই বিপর্যয় দেখা দেয়।
পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড জনসংযোগ কর্মকর্তা এডিএম বদরুদ্দোজা খান জানান, সকালে বজ্রপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশুগঞ্জ ঘোড়াশাল গ্রিডের ১২৫ কিলোওয়াট লাইনের বাস ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে। পরে সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে ফেঞ্চুগঞ্জ শ্রীমঙ্গল গ্রীড লাইন ওভারলোড হয়ে যায়।
ফলে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ-ময়মনসিংহসহ আশপাশের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে গ্রিড চালু হলে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে তবে স্বাভাবিক হতে সময় লাগবে।
« ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার থেকে বেসরকারিভাবে হবে করোনাভাইরাস পরীক্ষা, ফি ৩৫০০ টাকা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু »