জঙ্গীবাদ রোধে আমাদের সকলে একযোগে কাজ করতে হবে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আর এম ওসমান গণি সজীব।
ইফতার ও দোয়া মাহফিলে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জঙ্গীবাদ রোধে আমাদের সকলে একযোগে কাজ করতে হবে। তারা দেশ ও জাতির শত্র“ তাদেরকে কোন অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। তিনি এসময় ঢাকার গুলশানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।