Main Menu

কলেজ পাড়ায় পানির ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ওই এলাকার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।






Shares