উন্নয়ন ও মানুষের সেবা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার চালু হয়েছে ——- মেয়র নায়ার কবীর
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডিজিটাল সেবা নিশ্চিত করছে। তিনি বলেন, পৌরবাসীর সেবাবৃদ্ধি, পৌরসভার উন্নয়নের জন্য ডিজিটাল সেন্টার চালু হয়েছে। তিনি সম্মিলিতভাবে এই পৌরসভার উন্নয়ন কাজে সকলের ভূমিকা রাখার আহবান জানান।
গত মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ডিজিটাল সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর হালিমা মুর্শেদ কাজল, সাবেক কাউন্সিলর শামীমা আক্তার, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ।প্রেস রিলিজ