Main Menu

ইংরেজি নর্ববষে পৌর মেয়র নায়ার কবিরের শুভেচ্ছা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ সর্বস্তরের নাগরিকদের ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দূরে থাকার, বিচ্ছিন্নতার, আতঙ্কের, মহামারির একটি বছর গেল ২০২০। জড়তা, ভয়কে পাশে ঠেলে আবার জাগছে মানুষ নতুন স্বাভাবিকতায়। নতুন সূর্য উঁকি দিচ্ছে পুরাতনের গ্লানি ভুলে। রাত পোহালে নতুন বছরের নতুন সূর্য। নতুন সূর্য মানে নতুন দিন, নতুন বছর। অর্থাৎ ২০২০ সালকে পিছনে ফেলে ২০২১ সালকে সামনের উচ্ছ্বাস।

২০২১ ইংরেজি নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে আমরা সকলে সচেতন হয়ে চলি, পাশাপাশি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ২০২১ ইংরেজি নববর্ষের উৎসব পালন করার আহবান জানাচ্ছি। নতুন বছর দেশবাসীর জন্য শুভ হোক, কল্যাণের বার্তা বয়ে আনুক। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠুক এ দেশ।