Main Menu

আমাকে পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে একটিবার সুযোগ দিন– নায়ার কবীর

+100%-

nar 8-3-16
মঙ্গলবার বিকালে কান্দিপাড়ায় আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা অতিরিক্ত পিপি এডঃ এস এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মিনারা আলম, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, কাছন মিয়া, ফারুক মিয়া, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, জেলা শ্রমিকলীগের সভাপতি এডঃ কাউসার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনূর ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম, সাইদুজ্জামান আরিফ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার বাবর আলী, শহর যুবলীগের সাবেক সভাপতি জমসেদ আলম, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, আওয়ামী লীগ নেত্রী শামীমা আক্তার, রুনাক সুলতানা পারভীন, শ্রমিক লীগ নেতা আশিক খান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি এ সময় আরো বলেন, সাবেক মন্ত্রী এডঃ হুমায়ুন কবীর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দুই বার চেয়ারম্যান ছিলেন বর্তমানে আর তার সহধর্মিনী নায়ার কবীরকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই আগামী ২০ মার্চ নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুভেচ্ছা বক্তব্যে নায়ার কবীর বলেন, আমি আপনাদের সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চাই। আমি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আপনাদের সকলের পরামর্শ নিয়ে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠন করতে কাজ করে যাবো। আমাকে পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে একটিবার সুযোগ দিন।






Shares