শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করলো ‘ড্রীম ফর ডিজাবিলিটি’
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মুখে হাসি ফোঁটালো প্রতিবন্ধীদের নিয়ে গড়া বেসরকারি একটি সংগঠন।
শুক্রবার বিকেল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ড্রীম ফর ডিজাবিলিটি’ নামের একটি সংগঠনের উদ্যোগে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি ও শারীরিক প্রতিবন্ধী হেদায়েতুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান জাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই কারো না কারো সন্তান। তাদের ভালোবাসা দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। তাই প্রতিবন্ধীদের করুণার চোখে না দেখে তাদের সঙ্গে নিজের সন্তানের মতো আচরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পরে আলোচনা শেষে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীকে তিনটি হুইল চেয়ার ও দুটি ক্র্যাচ এবং ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে ১১টি সাদাছড়ি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।