মহামানবদের আর্দশ অনুসরণ করে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৃথিবীতে যুগে যুগে কালে কালে বিভিন্ন ধর্মে, বংশে, গোত্রে মহানববের জন্ম হয়। এসমস্ত মহামানবের কর্ম, বাক্য অর্থাৎ পুরো জীবন আদর্শ পরবর্তী মানব সমাজের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকে। তাদের সেই আদর্শকে ধারণ করে মানুষ যদি প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করে, তাহলে আমাদের সমাজে হিংসা-বিদ্ধেষ, হানাহানি বন্ধ হবে। সমাজ হবে শান্তিময়-সুখময়। মেয়র গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কালাইশ্রীপাড়ায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনুষ্ঠিত বিখ্যাত মর্হিষী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৮৫ তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে লোকনাথ কল্যাণ সংঘ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী এমনই একজন কৃতিমান মানুষ ছিলেন যার আদর্শ আমাদের সবার কাছে অনুকরনীয়। প্রতি বছরের মত এই মাহামানবের শুভ জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ জানাই। তিনি হিন্দুধর্মাবলাম্বীদের সকল প্রকার কর্মকান্ডের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজান আনসারী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি নারায়ণ সাহা। স্বাগত বক্তব্য প্রদান করেন সুভাস চন্দ্র সাহা, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকৌশলী বিভাস চন্দ্র রায়। অনুষ্ঠান পরিচালনা করেন গায়েত্রী সাহা। অনুষ্ঠানে বিপুল পরিমানে হিন্দু ভক্তনুরাগী সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।প্রেস রিলিজ
78